২১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নেতাকর্মীদের উপর গ্রেনেড হামলাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে মেহেরপুরের গাংনীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরের দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলা বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগ মানববন্ধনের আয়ােজন করে। এতে নেতৃত্ব প্রদান করেন, মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মােহাম্মদ সাহিদুজ্জামান খােকন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গােলাম মােস্তফাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্যেই সংসদ সদস্য মােহাম্মদ সাহিদুজ্জামান খােকন বলেন,স্বাধীনতা বিরােধী চক্ররা আজো ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। তাই সকল নেতাকর্মীদের ওই সব চক্রদের প্রতিহত করতে হবে। দেশ বাঁচাতে দলের মধ্যে ভেদাভেদ নয়। সকলকে এক সাথে কাজ করতে হবে।
সম্পাদক ও প্রকাশকঃ রাব্বী আহমেদ খালিদ
মোবাইলঃ ০১৭১৯-৩৯৩৩৪৪
ই-মেইল: rabbi.meherpur1@gmail.com