গাংনী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল
গাংনী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল
২০০৫ সালের ১৭ আগস্ট বিএনপি জামাত জোট সরকারের পৃষ্ঠপোষকতায় দেশব্যাপী জঙ্গিবাদী গোষ্ঠী কর্তৃক সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গাংনী উপজেলা আওয়ামী লীগ।
আজ বুধবার (১৭ আগষ্ট) সন্ধ্যা সাতটার দিকে মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
মিছিলে নেতৃত্ব দেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন এমপি।
অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মোখলেছুর রহমান মুকুল, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, সাহারবাটি ইউনিয়ন চেয়ারম্যান মশিউর রহমান, ধানখোলা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আক্তারুজ্জামান বাবু, বর্তমান সাধারন সম্পাদক জয়নাল আবেদিন, রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মকলেস, গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, পৌর সভাপতি ডালিম রানা, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়ালিদ আল জাবির প্লাবনসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।