গাংনী উপজেলা আওয়ামী লীগের জাতীয় শোক দিবস পালন

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  11:40 AM, 15 August 2021

মেহেরপুরের গাংনী উপজেলা আওয়ামী লীগের নানা আয়োজনের মধ্য দিয়ে ১৫আগস্ট জাতীয় শোক দিবস পালিত হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে শোক দিবসের আনুষ্ঠানিকতা শুরু করে গাংনী উপজেলা আওয়ামী লীগ। গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭৪ মেহেরপুর-২(গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন এমপির। পরে উপজেলার রেজাউল চত্বরে জাতীয় পতাকা দলীয় পতাকা উত্তোলন,শোক শোভাযাত্রা,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ, ১৫ ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সকল সদস্য আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাতের মধ্য দিয়ে শোক দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।

এ সময় জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ফজলুল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান মুকুল, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আকরাম হোসেন খান, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা বিশ্বাস, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, যুবলীগ নেতা ও মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহমেদ, যুবলীগের কেন্দ্রীয় নেতা রেজাউল ইসলাম,জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মুনতাছির জামান মৃদুল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক আবুল বাসার, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন মিঠু, শ্রমিক লীগ সভাপতি মিজানুর রহমান মজনু, উপজেলা ছাত্রলীগ সভাপতি আমিনুল ইসলাম সেন্টু ও সাধারণ সম্পাদক নাসিরুল মোহনসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড নেতৃবৃন্দ।

এদিকে পতাকা উত্তোলন শেষে বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীদের নিয়ে শোক শোভযাত্রা শুরু হয়। বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশ গ্রহণে বিশাল শো ডাউনে পরিণত হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্তত্বরে দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও দো’আ মাহফিল অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন :