গাংনী উপজেলার ধানখোলা বাজার কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা বাজার কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯ টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে বিরতিহীন ভাবে দুপুর পর্যন্ত ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধক্ষ্য নির্বাচিত করেন।
এ নির্বাচনে ব্যাবসায়ী ফারুক হোসেন (হরিণ) মার্কা প্রতিক নিয়ে ৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী তানজিদ হাসান অনি পেয়েছেন (আনারস) মার্কায় ৪৪ ভোট। এদিকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দীতা করে আবু সাইদ টোকন (টিউবয়েল) মার্কাায় ১১৮ ভোট পেয়ে দ্বিতীয়বারের মত নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রার্থী তোফাজ্জল হোসেন (মোবাইল) মার্কায় পেয়েছেন ৪৪ ভোট।
নির্বাচনে কোষাধক্ষ্য পদে বাবুল হোসেন (রিংস্লাব) মার্কা প্রতিকে ১০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি গোলাম মোস্তফা পেয়েছেন ৫৪ ভোট। নির্বাচন কমিশনের প্রধান দায়িত্বে ছিলেন মোতালেব হোসেন। সদস্য হিসেবে ছিলেন আব্দুল কুদ্দুস, রেজানুর রহমান, শরিফউদ্দিন, জিয়ারুল ইসলাম ও কবির হোসেন।
ধানখোলা ইউপি চেয়ারম্যান আখেরুজ্জামান নির্বাচিত ব্যাক্তিদের ধানখোলা ইউনিয়নবাসীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দেন। একই সাথে নবনির্বাচিত কমিটির সদস্যদের ব্যবসায়ীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়। প্রতিক্রিয়া জানাতে নবনির্বাচিত বাজার কমিটির সাধারণ সম্পাদক আবু সাঈদ টোকন ধানখোলা বাজারে ব্যবসায়ীদের স্বার্থে একটি টয়লেট তৈরি আবেদন জানান সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আখেরুজ্জামান এঁর নিকট।
ধানখোলা ইউপি চেয়ারম্যান আখেরুজ্জামান জানান, টয়লেট তৈরির জন্য জমি দিলে তিনি টয়লেট তৈরি করার ব্যবস্থা গ্রহণ করবেন। একই সময়ে আসাদুল মিয়া টয়লেট তৈরীর জমি দেয়ার প্রতিশ্রুতি দেন। সেই সাথে চেয়ারম্যান আখেরুজ্জামান অল্প সময়ের মধ্যে টয়লেট তৈরি করে দেয়ার প্রতিশ্রুতি দেন। নবনির্বাচিত কমিটির সদস্যরা সুষ্ঠু বাজার পরিচালনার ক্ষেত্রে সকলের সহযোগীতা কামনা করেন।