গাংনী উপজেলার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গণের সংবর্ধনা
মেহেরপুর জেলার গাংনী উপজেলায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গনের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ(১৭/১০/২০২০ইং) রোজ শনিবার সকাল ১০টার সময় পলাশী পাড়া সমাজ কল্যাণ সমিতি অফিসের হলরুমে গাংনী উপজেলার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গনের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অদ্যকার অনুষ্ঠান গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও বর্তমান প্রধান শিক্ষক হিসাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আছেন এমন ১৩ জন প্রধান শিক্ষক যারা অভিজ্ঞতা শেয়ারের লক্ষ্যে গাংনী উপজেলার অবসরপ্রাপ্ত এমন ২৭ জন প্রধান শিক্ষকের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব নিয়ামতুল্লা স্যার।
অনুষ্ঠানের শুরুতে স্বাস্থ্য বিধি মেনে চলার লক্ষ্যে সকল প্রতিষ্ঠান প্রধান শিক্ষক কে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক প্রদান করা হয়। সাথে সাথে প্রত্যেক কে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং কোরান তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সুচনা করেন।
অনুষ্ঠান শুরু হলে নতুন পুরাতন প্রধান শিক্ষক গনের পরিচয় পর্ব শেষান্তে পুরো হলুরুম আনন্দের এক অন্যরকম অনুভূতি প্রকম্পিত হয়ে উঠে। একটানা ১.০০টা পর্যন্ত অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও আয়োজন কারী কর্মরত প্রধান শিক্ষক গন অভিজ্ঞতা শিয়ারিং করেন।
এখানে যারা আয়োজন করেছেন তাদের মধ্যে যেসব প্রধান শিক্ষক গন উপস্থিত ছিলেন জনাব সৈয়দ জাকির হোসেন, লুৎফুন্নেসা মাধ্যমিক বিদ্যালয়। জানাব মিজানুর রহমান, রাইপুর মাধ্যমিক বিদ্যালয়। জনাব রোকুনুজ্জামান,ধানখোলা মাধ্যমিক বিদ্যালয়।জনাব আল-হেলাল,সি এফ এম মাধ্যমিক বিদ্যালয়। জনাব মোমিনুজ্জামান,গাংনী পৌর মাধ্যমিক বিদ্যালয়। জনাব এনামুল হক,বি টি ডি মাধ্যমিক বিদ্যালয়। জনাব এনামুল ইসলাম, এস এ আর বি মাধ্যমিক বিদ্যালয়। জনাব এখলাচুর রহমান, বি ডি মাধ্যমিক বিদ্যালয়। জনাব আসাদুল আজাদ সানঘাট মাধ্যমিক বিদ্যালয়। জনাব আনোয়ার হোসেন, এম বি কে মাধ্যমিক বিদ্যালয়। জনাব আলীমুজ্জামান, বাঁশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়।
অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গনের মধ্যে যারা আজ উপস্থিত ছিলেন জনাব নিয়ামতুল্লাহ, গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়। জনাব আব্দুর রাজ্জাক, প্রধান শিক্ষক গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়।জনাব আবদুল গনি গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়। জনাব ওমর আলী,হোগলবাড়ীয়া হাজী ভরস উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়। জনাব নাজির হোসনে, বাওট সোলাইমানী মাধ্যমিক বিদ্যালয়। জনাব নজরুল ইসলাম,বাওট সোলাইমানী মাধ্যমিক বিদ্যালয়। জনাব আবুল হোসেন,তেতুঁলবাড়ীয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়। জনাব রমজান আলী, তেতুঁলবাড়ীয়া ইসলামীয়া মাধ্যমিক বিদ্যালয়।জনাব মসলেম উদ্দিন, করমদী মাধ্যমিক বিদ্যালয়। জনাব আলতাব হোসেন,হেজলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়। জনাব রিজিয়া খাতুন,গাংনী সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়। জনাব গোলাম মোস্তফা, জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়। জনাব আব্দুস সালাম,গাড়াডোব মাধ্যমিক বিদ্যালয়। জনাব সেকেন্দার আলী,গাড়াডোব মাধ্যমিক বিদ্যালয়।জনাব আবদুল মান্নান,গাড়াডোব মাধ্যমিক বিদ্যালয়। জনাব আতাউর রহমান, রাইপুর মাধ্যমিক বিদ্যালয়,।জনাব হোসাইন মুহাম্মদ,চিৎলা মাধ্যমিক বিদ্যালয়। জনাব নজরুল ইসলাম, চিৎলা মাধ্যমিক বিদ্যালয়। জনাব আফছার আলী,চিৎলা মাধ্যমিক বিদ্যালয়। জনাব আবু বকর সিদ্দিক, আড়পাড়া মাধ্যমিক বিদ্যালয়। জনাব জালাল উদ্দীন, চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়। জনাব রুস্তম আলী, আড়পাড়া মাধ্যমিক বিদ্যালয়। জনাব নুরুল ইসলাম,ভাটপাড়া কুঠি মাধ্যমিক বিদ্যালয়। জনাব কেতাব আলী,কে এন এইচ এস মাধ্যমিক বিদ্যালয়। জনাব আসমতুল্লাহ, কুমারীডাংগা মাধ্যমিক বিদ্যালয়। জনাব মোজাম্মেল হক,রিফাত পুর মাধ্যমিক বিদ্যালয়।