গাংনীস্থ র্যাবের অভিযানে পলাতক আসামি গ্রেপ্তার
মেহেরপুরের গাংনীস্থ র্যাবের অভিযানে ৭ বছরের দন্ডাপ্রাপ্ত পলাতক আসামি নুহু নবীকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত নুহু মেহেরপুর জেলার গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের আক্কাস আলীর ছেলে।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের সেন্টারপাড়ার মৃত হাতেম আলীর ছেলে সাহাবুল ইসলামের বাতিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১২ এর মেহেরপুরের গাংনীস্থ ক্যাম্প কমান্ডার ও সহকারি পুলিশ সুপার মনিরুজ্জামানের নেতৃত্বে র্যাবের একটিদল গ্রেপ্তার করে ।
ক্যাম্প কমান্ডার ও সহকারি পুলিশ সুপার মনিরুজ্জামান জানান,১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলীর আইনের ৪ ধারা মোতাবেক আদালত নুহুর ৭ বছরের সাজা হয়। সাজার ভয়ে সে পলাতক ছিল। গ্রেপ্তারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণের নিমিত্তে সুস্থ্য ও স্বাভাবিক অবস্থায় গাংনী থানায় হস্তাস্তর করা হয়েছে ।