গাংনীর হাড়িয়াদহ এবতেদায়ী- হাফেজিয়া মাদ্রাসার উদ্বোধন

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  09:23 PM, 27 September 2024

মেহেরপুরের গাংনী উপজেলার হাড়িয়াদহ এবতেদায়ী- হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বাের্ডিং এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে মাদ্রাসা ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা। পরে সংক্ষিপ্ত আলােচনা সভা ও দােয়া মােনাজাত অনুষ্ঠিত হয়।
ধানখােলা ইউনিয়ন পরিষদের সচিব-সমাজ সেবক রফিকুল ইসলাম ও ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক এবং সমাজ সেবক নাসির উদ্দীনের যৌথ সঞ্চালনায়- আলােচনা সভায় বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক হাজী মোহাম্মদ বানাত আলী,অবসরপ্রাপ্ত শিক্ষক হাজী আক্কাস আলী সমাজ সেবক শহিদুল্লাহ মাসুদ,সাবেক ব্যাংকার শরাফত উল্লাহ, সমাজ সেবক আক্কাস আলী।
এসময় বক্তব্য রাখেন সমাজ সেবক মহিরুদ্দীন মন্ডল, হাড়িয়াদহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিদুল ইসলাম,সমাজ সেবক হযরত আলী,নবীছুদ্দীন,শশহিদুল ইসলাম, রবিউল ইসলাম রবি,আহসান হাবীব,ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক রেজাউল হক,রাইপুর ইউনিয়ন পরিষদের সদস্য রাজু আহমেদ,সাবেক সদস্য যথাক্রমে-রবিউল ইসলাম,জসিম উদ্দীন,সাংবাদিক ফারুক আহমেদ,সমাজ সেবক জহির উদ্দীন, আব্দুল হাই,আশরাফুল আলম,সেনা সদস্য ও সমাজ সেবক শামসুজ্জামান,আব্দুর রকিব মহুরি,গাজিউর রহমান,শরিফুদ্দীন,আবুল কালাম কালু,নাসির উদ্দীন জুনিয়র, আব্দুস সালাম,গােলাম মােস্তফা,বায়েজিদ হােসেন,মামুন রাজ প্রমুখ ।

আপনার মতামত লিখুন :