গাংনীর সীমান্তে বিজিবির ভারতীয় মদ উদ্ধার
মেহেরপুরে গাংনী উপজেলাধীন কুষ্টিয়া ব্যাটালিয়ান ৪৭ বিজিবি কাজিপুর সীমান্ত থেকে ২৯ বোতল ভারতীয় বেঙ্গল টাইগার মদ উদ্ধার করেছে কাজিপুর বিজিবি সদস্যরা।
আজ শনিবার সন্ধ্যার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার দুপুর দুইটার দিকে কাজিপুর বিওপি’র টহল কমান্ডার সুবেদার মোঃ জাহাঙ্গীর কবির এর নেতৃত্বে বাংলাদেশের অভ্যন্তরে কাজিপুর বর্ডার পাড়া মাঠ নামক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২৯(উনত্রিশ) বোতল বেঙ্গল টাইগার মদ উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ২৯,০০০ (উনত্রিশ হাজার) টাকা।