গাংনীর সীমান্তে ফেন্সিডিল উদ্ধার
মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যদের অভিযানে ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।আজ শুক্রবার ভোরের দিকে রংমহল মাঠ থেকে পরিত্যাক্ত অবস্থায় ১৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
রংমহল সীমান্ত ফাঁড়ির নায়েক সুবেদার আব্দুল মান্নানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল টহল শেষে ফেরার পথে পরিত্যক্ত অবস্থায় রংমহল মাঠ থেকে ১৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। বিজিবি সদস্যদের আগমনী টের পেয়ে মাদক ব্যবসায়ীরা ফেন্সিডিল ফেলে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।