গাংনীর সীমান্তে ফেনসিডিল ও ট্যাবলেট উদ্ধার
মেহেরপুরের গাংনী উপজেলার কুষ্টিয়া ব্যাটালিয়ান ৪৭ বিজিবি কাথুলী সীমান্ত থেকে ৫৪ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৫’শ পিচ গরু মোটাতাজাকরণ ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি।
আজ বুধবার কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সন্ধ্যা সাড়ে ৭ টার সময় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,১০ নভেম্বর ২০২০ তারিখ সন্ধ্যা ৭ টার দিকে মেহেরপুর জেলার গাংনী উপজেলাধীন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ কাথুলী বিওপি’র টহল কমান্ডার নায়েব সুবেদার সুবোধ কুমার পাল এর নেতৃত্বে বাংলাদেশের অভ্যন্তরে কুতুবপুর ভৈরব নদীর পাড় নামক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৫৪(চুয়ান্ন) বোতল ফেন্সিডিল ও ৫০০(পাঁচশত) পিচ গরু মোটাতাজাকরন ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি, যার মূল্য প্রায় ৬৩,২০০(তেষট্টি হাজার দুইশত) টাকা।