গাংনীর সাহেবনগরে বড় ভাইয়ের হামলায় ভুড়ি বেরালো ছোট ভাইয়ের
মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের সাহেবনগর গ্রামে পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জের ধরে বড় ভাই ও তার প্রবাস ফেরত ছেলের হামলায় পেট থেকে ভুড়ি বের করা হলো ছোট ভাই আবুল বাসার ওরফে বিশু মালিথার। গুরুতর আহত বিশু মালিথা সাহেবনগর গ্রামের হাইস্কুল পাড়ার মৃত রেজাউল হক মালিথার ছেলে।
বৃহস্পতিবার (১২ মে) সন্ধ্যা ৭টার দিকে সাহেবনগর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,বিশু তার বড় বল্টু মালিথার ছেলে বিজয় আলীকে বিদেশ যাওয়ার সময় ধার হিসাবে টাকা দিয়েছিলেন। কয়েকদিন পূর্বে ওই পাওনা টাকা বল্টুর সাথে চাইতে গিয়ে ঝগড়া-বিবাদে জড়িয়ে যান বিশু। এক পর্যায়ে বল্টুর স্ত্রীর সাথে হাতাহাতি হয় বিশুর । সম্প্রতি বল্টুর ছেলে বিজয় আলী বাড়ি ফেরেন। বৃহস্পতিবার সন্ধ্যায় বল্টু ও তার ছেলে প্রবাস ফেরত বিজয় প্রতিশোধ নিতে বিশুর সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে পাশে থাকা দেশীয় অস্ত্র (বল্লম) দিয়ে বল্টু ও তার ছেলে বিজয়, বিশুকে কুপিয়ে পেট থেকে নাড়ি-ভুড়ি বের করে দেন । স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এসময় তার শারীরিক অবস্থা মুমূর্ষ হওয়ায় কর্ত্যরত ডাক্তার তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান,খবর পেয়ে পুলিশের একটিদল ঘটনাস্থলে পৌঁছেছে ।