গাংনীর সাহারবাটিতে স্বাস্থ্য কেন্দ্রের নবনির্মিত ভবন উদ্বোধন
মেহেরপুরের গাংনীর সাহারবাটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকাল ৫টায় এ ভবনের উদ্বোধন করেন সংসদ সদস্য মোহাম্মাদ সাহিদুজ্জামান খোকন। দেড় কোটি টাকা ব্যায়ে কাজলা নদীর পার্শে সাহারবাটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র নির্মান করা হয়েছে। সাহারবাটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের নবনির্মিত ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবার পরিকল্পনা বিভাগ মেহেরপুরের উপপরিচালক শাহিন হাসান।
এসময় গাংনী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুমানা হেলালী জুসী,সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: হাবিবুর রহমান,গাংনী উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাষ্টার,ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের জমিদাতা গোলাম হোসেন,সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক,সাবেক ছাত্রনেতা তামজিদুর রহমান মুক্তি মাষ্টার,গাংনী উপজেলা সেচ্ছাসেবকলীগের আহবায়ক আবুল বাশার,পরিবার পরিকল্পনা সহকারী বুলবুল হোসেন,আশিইল ইসরাক হোসেন,আবু কায়ছার,পরিবার কল্যান পরিদর্শিকা গেনিয়ারা খাতুন,নাজমুন্নাহার,সীমা খাতুন,উপসহকারী কউিনিটি মেডিকেল অফিসার আমির হামজা,নাজমুল হুদা ও পৌর ছাত্রলীগের সভাপতি ডালিম রানা,ছাত্রলীগ নেতা আশিকুজ্জামান সবুজ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।