গাংনীর সাহারবাটিতে সংঘর্ষের মামলায় মাদ্রাসা শিক্ষক হাফিজুর জেল হাজতে
মেহেরপুরের গাংনীর সাহারবাটি গ্রামে সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম টুটুলের দায়ের করা মামলায় মাদ্রাসা শিক্ষক হাফিজুর ইসলামকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।
সোমবার(১৪ সেপ্টেম্বর) মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করলে জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
হাফিজুর ইসলাম সাহারবাটি গ্রামের মৃত মাবিয়া মহল্লাদারের ছেলে ও পল্লী বিদুৎ সমিতির সাবেক এলাকা পরিচালক।
জানা গেছে, গত ১লা মার্চ এলাকায় অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় গাংনী থানায় ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম টুটুল বাদী হয়ে হাফিজুল ইসলাম সহ ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০/২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা নং ০২। তাং ০১-০৩-২০২০ ইং।
অপরদিকে ওমের আলীর ছেলে ইসলাম আলী বাদী হয়ে আমানুর রহমান সহ ২০জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৮/১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা নং ০১। তাং ০১-০৩-২০২০ ইং।