গাংনীর সনাতনী সমাজের অন্যতম অগ্রদূত স্বর্গীয় শচীন্দ্রনাথ বিশ্বাসের ৪র্থ প্রয়ান দিবস আজ
মেহেরপুরের গাংনীর সনাতনী সমাজের অন্যতম অগ্রদূত, সমাজ সংস্কারক, বৈষ্ণব কুল শ্রেষ্ঠ ধর্মীয় গুরু, শিক্ষক স্বর্গীয় শচীন্দ্রনাথ বিশ্বাসের ৪ র্থ তম প্রয়ান দিবস আজ। স্বর্গের শচীন্দ্রনাথ বিশ্বাস গত ২৫ আগস্ট ২০১৬ সালে পৃথিবীর মায়া ত্যাগ করে ওপারে পাঠিয়ে দিয়েছে।প্রয়ান দিবসটি কে শ্রদ্ধাভরে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যতার সহিত বৈষ্ণবীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে..স্মরণ করা হয়।
গাংনীর কেন্দ্রীয় পূজা মন্দিরে আজ মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় ভাগবত পাঠের মাধ্যমে আনুষ্ঠানিক ধর্মীয় আচার শুরু করা হয়।
স্মৃতিচারণ করতে গিয়ে শচীন্দ্র নাথ বিশ্বাসের ৩য় সন্তান ও ইসলামী ইউনিভার্সিটির সিনিয়র টেকনিক্যাল অফিসার ডাঃ অশোক চন্দ্র বিশ্বাস বলেন যে, পিতৃদেব আজীবন অসহায়, অবহেলিত মানুষের পাশে দাড়িয়েছিলেন, জ্ঞানের আলোক বর্তিকা ছড়িয়ে দিয়েছিলেন সমগ্র সনাতন সমাজ তাইতো ভক্ত কুল শ্রদ্ধার সহিত উনাকে এখন স্মরণ করেন। আপনারা সকলে আশীর্বাদ করবেন তার নীতি আর্দশকে যেন আমি সত্যিকার অর্থে ধারণ করতে পারি।পরে আগত ভক্তকুলের উদ্দেশ্যে প্রার্থনা কীর্তন পরিবেশন করেন বেতার শিল্পী শুকেশ চন্দ্র বিশ্বাস।এসময় বিভিন্ন গ্রাম থেকে আগত শচীন্দ্র নাথ বিশ্বাসের অসংখ্য গুনগ্রাহী, ভক্ত ও পরিবারের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন এবং মেজর সি আর দত্তের আত্মার সদগতি কামনা করে, আগত ভক্তদের প্রসাদ বিতরনের মধ্য দিয়ে অনুষ্ঠানের যবনিকা টানা হয়।
Today is the 4th death anniversary of the late Sachindranath Biswas, one of the pioneers of the traditional society of Gangni.
Today is the 4th death anniversary of the late Sachindranath Biswas, one of the pioneers of the traditional society of Gangni in Meherpur. Sachindranath Biswas of heaven passed away on 25th August 2016, leaving the Maya of the world. Prayan Diwas is commemorated with due religious ceremonies and Vaishnava rituals.
The official religious rites were started at the central puja temple in Gangni at 7pm on Tuesday with the recitation of Bhagavat.
Dr. Ashok Chandra Biswas, the 3rd child of Sachindra Nath Biswas and a senior technical officer of the Islamic University, said that his father stood by the helpless and neglected people all his life and spread the light of knowledge to the whole traditional society. All of you will be blessed so that I can truly embrace the principle of Ardash. Later, radio artist Shukesh Chandra Biswas performed a prayer kirtan for the devotees who came. And wishing for the well-being of Dutt’s soul, the veil of the ceremony was drawn by distributing prasad to the incoming devotees.