গাংনীর ষােলটাকা ইউনিয়ন ছাত্রমৈত্রীর কমিটি গঠন
বাংলাদেশ ছাত্রমৈত্রীর মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে।
আজ রােববার মানিকদিয়া (এম,বি,কে) মাধ্যমিক বিদ্যালয় চত্বরে অনানুষ্ঠানিক ভাবে ১৭ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘােষণা করা হয়।
এতে মাহফুজুর রহমানকে সভাপতি ও নাঈম হােসেনকে সাধারণ সম্পাদক ও শামীমুজ্জামানকে সাংগঠনিক পদে নির্বাচিত করা হয়েছে।
কমিটি গঠন অনুষ্ঠানে-প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্স-এর মাধ্যমে বক্তব্য রাখেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য জননেতা কমরেড নুর আহমদ বকুল।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও মেহেরপুর জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি জননেতা কমরেড আব্দুল মাবুদ।
এছাড়াও বক্তব্য রাখেন- মেহেরপুর জেলা ওয়ার্কার্স পার্টির সদস্য কমরেড আব্দুর রহিম মাস্টার,মেহেরপুর জেলা যুবমৈত্রীর সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান প্রমুখ।