গাংনীর রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেনের ইন্তেকাল
মেহেরপুরের গাংনী উপজেলার রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন(৫৮) ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তার নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। কামাল হোসেন গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মৃত দবির মাস্টারের ছেলে।মৃত্যুকালে তিনি স্ত্রী,১ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
পরিবার সূত্রে জানা যায়, করোনাই কামাল হোসেনের এক চোখ নষ্ট হয়ে গিয়েছিল,এরপর থেকে গত ১বছর বিভিন্ন জটিল ও কঠিন রোগে ভুগছিলেন। পারিবারিকভাবে তার চিকিৎসার জন্য আজ ঢাকায় নিয়ে যাওয়ার কথা ছিল। কামাল হোসেনের মৃত্যুতে শিক্ষক সমাজসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ গভীর শােক প্রকাশ করেছেন।