গাংনীর মটমুড়া ইউপিতে উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ
মেহেরপুরের গাংনী মটমুড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে এ ভিজিএফ এর চাল বিতরণ করা হয়।মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহমেদ’র সভাপতিত্বে এ ভিজিএফ এর চাল বিতরণ করা হয়।প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে প্রাপ্ত ভিজিএফ এর আওতায় মটমুড়া সব কয়টি ওয়ার্ডের মোট ৭ হাজার ২৬ জনের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। এ সময় ইউপি সচিব আরিফুল ইসলাম সহ সকল ওয়ার্ডের ইউপি সদস্য ও গ্রাম পুলিশ বিন্দু উপস্থিত ছিলেন।