গাংনীর মটমুড়া ইউনিয়ন ছাত্রলীগের আংশিক কমিটির অনুমোদন
মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়ন ছাত্রলীগের আংশিক কমিটির অনুমোদন দিয়েছে গাংনী উপজেলা ছাত্রলীগ। শনিবার বাংলাদেশ ছাত্রলীগের গাংনী উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে সভাপতি আমিনুল ইসলাম সেন্টু ও সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিকের স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য নিশ্চত করা হয়েছে।
লিখন আহম্মেদকে সভাপতি ও সাহারুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত এ কমিটিতে ৮ জনকে সহ-সভাপতি, ৪ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক, ৪ জন সাংগঠনিক সম্পাদক ও অন্যান্ন পদে ৬ জন এবং ৩জনকে সদস্য পদে অন্তরভুক্ত করা হয়েছে।