গাংনীর ভােমরদহ ঈদগাহ ময়দানে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  09:26 PM, 22 June 2021

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটী ইউনিয়নের ভােমরদহ গ্রামের ঈদগাহ ময়দানে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার(২২জুন) বিকেলে কর্মসূচীর উদ্বোধন করা হয়।
ভােমরদহ বন্ধন ক্লাবের সহযােগিতায় বৃক্ষরােপন কর্মসূচীর আয়ােজন করে মেহেরপুর বনায়ন বিভাগ।

বৃক্ষরােপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভােমরদহ ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রায়হানুল ইসলাম।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন করেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা এমএ খালেক।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রিটিশ আমেরিকা টােবাকাে কােম্পানীর এরিয়া ম্যানেজার এএইচএম কামাল হোসেন, গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন সাহারবাটী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের অন্যতম নেতা তৌফিক এলাহীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

আপনার মতামত লিখুন :