গাংনীর বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান আর নেই
মেহেরপুরের গাংনী উপজেলার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ বুধবার বেলা ১১টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত মুক্তিযোদ্ধা আব্দুর রহমান উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় চত্বরে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তার ছেলে কুষ্টিয়া ইবি থানার ওসি মোস্তাফিজুর রহমান রতন।
তিনি সকল মুক্তিযোদ্ধা, আত্মীয়-স্বজন ও ধর্মপ্রাণ মুসলমানদের কে জানাজায় শরিক হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও ৭ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখেগেছেন।
মেয়েদের মধ্যে জেসমিন খাতুন সপরিবারে ফ্রান্সে এবং ইয়াসমিন খাতুন আমেরিকাতে বসবাস করে। পিতার মৃত্যুতে ইয়াসমিন খাতুন দেশে ফিরছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। গাংনীর চোখ পরিবারের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুর রহমানের প্রতি গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।