গাংনীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে খাদিজা-আশরাফ ফাউন্ডেশনের অনুদান প্রদান
মেহেরপুরের গাংনীর খাদিজা-আশরাফ ফাউন্ডেশনের ব্যক্তিগত তহবীল থেকে পৌর এলাকার মসজিদ, মাদ্রাসার ও ঈদগাহর উন্নয়নে ৯০ হাজার টাকা অনুদান প্রদান করেছেন সংগঠনের পরিচালক গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম। রবিবার রাতে বিভিন্ন সময়ে প্রতিষ্ঠান গুলোর প্রধানদের হাতে এ নগদ অর্থ তুলে দেন তিনি।
প্রথমে ৭ নং ওয়ার্ডের মাদ্রাসা পাড়ার জামে মসজিদ দুইতলা ভবন নির্মাণ উন্নয়ন কাজে ৫০ হাজার টাকা নির্মাণ কমিটির নেতা হাজি মহাসিন আলী ও আজগর আলীর হাতে তুলে দেন। সংগঠনের পরিচালক গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম। এরপর বাশবাড়িয়া দক্ষিণপাড়া জামে মসজিদের প্রধান ফটক নির্মাণে ৩০ হাজার টাকা কমিটির নেতৃবৃন্দের হাতে তুলে দেন। এছাড়াও গাংনী উত্তরপাড়া খানকা শরীফের প্রধান ফটক নির্মাণ উন্নয়ন কাজে ১০ হাজার টাকা নগদ প্রদান করা হয়।
গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম বলেন, খাদিজা-আশরাফ ফাউন্ডেশনের মাধ্যমে আমরা পৌর এলাকার বিভিন্ন অসহায় দুস্থ্য মানুষকে আর্থিক সহায়তা করে থাকি। এছাড়াও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানেও সহযোগিতা করে থাকি। তারই ধারাবাহিকতায় এ অনুদান।