গাংনীর বাশঁবাড়িয়ায় পরিত্যাক্ত দেশীয় অস্ত্র উদ্ধার
মেহেরপুরের গাংনী পৌর এলাকার বাঁশবাড়িয়া গ্রামের পূর্বপাড়ার পাহাড় পুকুরের পাড় থেকে পরিত্যক্ত দু’টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫ নভেম্বর) বেলা ১২ টার দিকে পরিত্যাক্ত দু’টি দেশীয় উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, মৃত আবু বক্কর এর পুকুরপাড় এলাকায় কয়েকজন শিশু খেলা করার সময় দুটি দেশীয় অস্ত্র (চাইনিজ কুড়াল) দেখে স্থানীয়দের লোকজনকে খবর দেয়। কয়েকদিন ধরে এলাকায় ডাকাতি চুরি ঘটনা ঘটেছে। এই দু’টি অস্ত্র ডাকাতি বা চুরি কাজে ব্যবহৃত হতে পারে।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, বিষয়টি শুনেছি, দেশীয় অস্ত্র উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।