গাংনীর বামন্দীতে যুবমৈত্রীর উদ্যােগে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ
মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী বাজারে করােনা প্রতিরােধে সচেতন করা ও মাস্ক এবং স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে মেহেরপুর জেলা যু্বমৈত্রী ব্রিগেডের উদ্যােগে সচেতন করা ও মাস্ক এবং স্যানিটাইজার বিতরণ করা হয়।
শহীদ কমরেড হায়দার আলী ও শহীদ কমরেড মকলেছুর রহমানের স্মরণে গাংনী পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা আহম্মেদ আলীর সহযোগিতায় এসব স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরাের সদস্য জননেতা কমরেড নুর আহমেদ বকুলের দিক নির্দেশনায় সাধারণ মানুষের মাঝে এসব স্বাস্থ্য সুরক্ষা বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে স্বাস্থ্য সুরক্ষা বিতরণ করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও মেহেরপুর জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড আব্দুর মাবুদ।
এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ওয়ার্কার্স পার্টির অন্যতম নেতা কমরেড আরােজ আলী , তুহিন হােসেন, আসরাফ আলী, মেহেরপুর জেলা যুবমৈত্রীর (ভারপ্রাপ্ত) সভাপতি কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান প্রমুখ।