গাংনীর বাদিয়াপাড়া মহব্বতপুর হাফেজিয়া মাদ্রাসায় ইউনিভার্সাল এমিটি এর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ


মেহেরপুরের গাংনী উপজেলার বাদিয়াপাড়া মহব্বতপুর মহাসিনিয়া সিদ্দিকীয়া হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ইউনিভার্সাল এমিটি এর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। সম্পূর্ণভাবে অরাজনৈতিক এ সংগঠনটির পরিচালক খুলনা ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক মেহেদী হাসান। তাঁর দক্ষ নেতৃত্বে এলাকা ও বিভিন্ন জেলার কিছু সংখ্যক যুবক সংগঠনটিতে স্বেচ্ছাসেবার ভিত্তিতে নিরলসভাবে কাজ করে চলেছেন। কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন জেলায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।
এ খাদ্য সামগ্রী বিতরণ এর আগে স্বেচ্ছাসেবক শামীম রেজা মানিক সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্য, বিভিন্ন প্রকল্প, কর্মপরিধি বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। এ সময় স্বেচ্ছাসেবক রুবেল হোসেন, ফিরোজ হোসেন, ইলিয়াস হোসেন, নাসির উদ্দিন, আনোয়ার পাশাসহ মাদ্রাসার শিক্ষার্থীরা, শিক্ষক মন্ডলী ও স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।