গাংনীর বাওট বাজারে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য ভাঙ্গার প্রতিবাদে গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের বাওট বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগের নেতা-কর্মীরা।
আজ সোমবার সকাল ১১টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বাওট বাজারের প্রধান প্রধান সড়কে একটি বিক্ষোভ মিছিল বের করে মটমুড়া ইউনিয়ন ছাত্রলীগ।
মিছিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নেতৃত্ব প্রদান করেন সাবেক ছাত্রনেতা, মেহেরপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক এবং চেয়ারম্যান সোহেল আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন মটমুড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বকতিয়ার হোসেন,সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমুখ।
পরে বাওট বাজারে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন মটমুড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বকতিয়ার হোসেন।
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহমেদ।
কুষ্টিয়া সরকারী কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি বিপ্লব হােসেনের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন-মটমুড়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি তরিকুল ইসলাম,ছাত্রলীগ নেতা ফরিদুল,বাঁধন,শাহারুল,ফয়সাল,সাব্বির,সিহাব,শিশির,জয় প্রমুখ।