গাংনীর বাঁশবাড়িয়ায় আবারও চুরি
মেহেরপুরের গাংনীতে বসতবাড়ির তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। বৃহষ্পতিবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে গাংনী পৌরসভাধীন বাঁশবাড়িয়া পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।
জানাগেছে, বাঁশবাড়িয়া পূর্বপাড়ার সিরাজুল ইসলামের ছেলে মইনুল ইসলামের বাড়ি ফাঁকা থাকার সুযোগে চোরেরা মেইন গেইট বাদ দিয়েই পাশ ঘরের দরজার তালা ভেঙ্গে প্রবেশ করে। আলমারী, ড্রেসিং টেবিল, শোকেসসহ আসবাবপত্র এলোমেলো করে। এসময় নগদ টাকা ও স্বর্ণালঙ্কার না পেলেও ১৮ লিটার সয়াবিন তেল নিয়ে চলে যায়। বাড়ির দ্বায়িত্বে থাকা প্রতিবেশিরা সাড়ে ৬টার দিকে বাড়িতে ঢুকে ঘরের এলোমেলো অবস্থা দেখে পুলিশে খবর দেই।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি তদন্ত) মনোজিৎ কুমার নন্দী জানান, ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দীর্ঘদিন বাড়ি মালিক না থাকায় চুরির ঘটনা ঘটাতে পারে। তবে লিখিত অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা করবো।
উল্লেখ্য; দুই দিন আগে গত ২১ নভেম্বর দিনগত রাতে একই গ্রামে অস্ত্রের মুখে জিম্মি করে চুরির ঘটনা ঘটেছিলো।