গাংনীর ফেন্সিডিলসহ আটক-১
মেহেরপুরের গাংনী উপজেলার কুষ্টিয়া ব্যাটালিয়ান ৪৭ বিজিবি শেওড়াতলা সীমান্ত থেকে ১৯০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মোঃসবুজ হসেন (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বি জি বি।
আজ বুধবার কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) রাত সাড়ে ৭ টার সময় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৮ নভেম্বর ২০২০ইং বিকাল ৪ টার দিকে মেহেরপুর জেলার গাংনী উপজেলাধীন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ শেওড়াতলা বিওপি’র টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে বাংলাদেশের অভ্যন্তরে হাড়াভাঙ্গা ঈদগাহ মাঠ নামক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ০১(এক) জন আসামীসহ ভারতীয় ১৯০(একশত নব্বই) বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি, যার মূল্য প্রায় ১,৫২,০০০(একলক্ষ বায়ান্ন হাজার) টাকা। জানা গেছে আটক সবুজ হসেন উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের কল্যানপুর গ্রামের মো: হেলাল হসেনের ছেলে।