গাংনীর পৌর এলাকা এক নম্বর ওয়ার্ডে মহিলা সমাবেশ অনুষ্ঠত
মেহেরপুরের গাংনী পৌর এলাকার এক নম্বর ওয়ার্ড বাঁশবাড়ীয়া (দক্ষিণপাড়া) গ্রামে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে ওই গ্রামের রহিদুল ইসলামের বাঁশ বাগানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক এমপি মকবুল হোসেন এর একান্ত সহকারী শাহিদুজ্জামান সিপু। মহিলা সমাবেশে প্রধান অতিথি আসন্ন পৌর নির্বাচন উপলক্ষে প্রত্যেকের খোঁজখবর নেন এবং দোয়া প্রার্থনা করেন।
স্থানীয় জনগণের যেকোনো ধরনের সমস্যায় তিনি এগিয়ে যাওয়া ও সহযোগিতার আশ্বাস দেন। সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় রানু খাতুন, শহিদুল ইসলাম প্রমুখ। এ সময় পৌর ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক টিপু সুলতান, কৃষকলীগ নেতা মিজানুর রহমান মজনু, গাংনী প্রগতি ক্লাবের সাধারণ সম্পাদক তুষার ইমরান, আওয়ামী লীগ নেতা জিয়াউল হক। এ সময় প্রায় তিন শতাধিক স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার পুরুষ ও মহিলারা উপস্থিত ছিলেন।