গাংনীর ধানখোলা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনের মনোনয়ন পত্র দাখিল
মেহেরপুরের গাংনী ধানখোলা ইউনিয়নেরর ০২নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে উপ-নির্বাচন ০৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছে। মনোনয়ন জমা প্রার্থীরা হলেন জুগিন্দা গ্রামের খোদা বক্সের ছেলে আলাউদ্দিন, একই গ্রামের মরহুম জাফর আলীর ছেলে জাকির হোসেন, মরহুম খোদা বক্সের ছেলে সালাউদ্দিন, মফিজুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম ও শাহাজাদ আলী শাহ’র ছেলে মফিজুল ইসলাম।
উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার যাবতীয় কার্যক্রম শুরু হয়েছে।এর ধারাবাহিকতায় উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার যাবতীয় কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে তফসিল ও মনোনয়ন পত্র বিক্রি নির্বাচন অফিস। নিয়ম অনুযায়ী বুধবার বিকেল ৫ টা পর্যন্ত মনোনয়ন পত্র দাখিলের শেষ সময়। নির্ধারিত সময়ের মধ্যে ৫টি মনোনয়ন পত্র জমা হয়েছে।
চলতি মাসের ২৬ তারিখ বেলা ১১ টার সময় মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ের দিন তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ২০ অক্টোবর ভোট গ্রহণের যাবতীয় কার্যক্রম শুরু হয়েছে। সকল নিয়ম-কানুন মেনেই উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে এমনটি জানালেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল আজিজ।
উল্লেখ্য, গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য জাফর আলী অসুস্থ্যজনিত কারণে মারা যাওয়ায় উক্ত আসনটি শুন্য হয়।