গাংনীর ধানখোলা ইউনিয়নের উপ- নির্বাচনে প্রস্তুতি সম্পন্ন
আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে মেহেরপুর জেলার গাংনী উপজেলা ধানখোলা ইউনিয়নের ০২ নম্বর ওয়ার্ডে উপ-নির্বাচন। উক্ত উপ-নির্বাচন সুষ্ঠ ভাবে অনুষ্ঠিত হওয়ার যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যেই গ্রহণ করেছে নির্বাচন কমিশন।
সে লক্ষ্যে আজ সোমবার গাংনী থানা চত্বরে পুলিশ বাহিনী ও আনসার সদস্যদের নির্বাচন কেন্দ্রে দায়িত্ব-কর্তব্য সম্পর্কে নির্দেশনা দেয়া হয়।
এ সময় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) হাসিবুল আলম,গাংনী থানার অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান,গাংনী থানার(ওসি তদন্ত) সাজেদুল ইসলাম ও উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা উর্মিলা বিশ্বাস। উপ-নির্বাচনে কেন্দ্র ০২টি (আজান ও জুগিন্দা), পুলিশ বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্য ১৬ জন, আনসার বাহিনীর সদস্য ৩৪ জন। ০২টি মোবাইল টিমে ১০ জন, কেন্দ্র দুইটিতে প্রিজাইডিং অফিসার ০২ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ১৩ জন ও পোলিং অফিসার ২৬ জনকে দায়িত্ব দিয়েছে নির্বাচন কমিশন।উক্ত ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৪,৬৬৩ জন, প্রতিদ্বন্ধীতা করছেন ৪ জন প্রার্থী। জাকির হোসেন টিউবওয়েল, মাজেদ আলী মোরগ, মফিজুল ইসলাম তালা ও সালাউদ্দিন ফুটবল প্রতিক নিয়ে প্রতিদ্বন্ধীতা করছেন। নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল আজিজ