গাংনীর ধানখোলা ইউনিয়ন যুবদলের সভাপতিকে অব্যাহতি

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  06:56 AM, 01 April 2021

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়ন (খ শাখার) যুবদলের সভাপতি গোলাম মোস্তফা মন্টুকে অব্যাহতি দিয়েছে উপজেলা কমিটি। বুধবার (৩১ মার্চ) গাংনী উপজেলা যুবদলের আহবায়ক মালেক হোসেন চপল এক পত্রের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
পত্রে উল্লেখ করা হয়, গত ২৪ ডিসেম্বর ২০২০ ইং তারিখে গোলাম মোস্তফা মন্টুকে সভাপতি করেন ধানখোলা ইউনিয়ন (খ শাখা) যুবদলের আংশিক কমিটি গঠন করা হয়। পরবর্তী ৪৫ কর্মদিবসের মধ্যে ওয়ার্ড কমিটি গঠনের নির্দেশ দেয় উপজেলা কমিটি। দায়িত্ব পালনে অবহেলা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে তার নিজ পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সেইসাথে সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমানকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দিয়ে আগামী ৪০ কর্মদিবসের মধ্যে ওয়ার্ড কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়। পত্রে আরো স্বাক্ষর করেন গাংনী উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম।

আপনার মতামত লিখুন :