গাংনীর দুটি ইউপির ৩টি ওয়ার্ডের উপ-নির্বাচন অনুষ্ঠিত

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  10:19 PM, 09 March 2024

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটী ইউনিয়নের ২ নং ও ৩ নং ওয়ার্ড এবং ষোলটাকা ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাধারণ সদস্য (মেম্বার) পদের উপ-নির্বাচন শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় । নির্বাচনে সাহারবাটী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার পদে (মােরগ মার্কা) প্রতীক নিয়ে ৬২৫ ভােট পেয়ে মহিবুল ইসলাম নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মহাবুবুর রহমান (ফুটবল মার্কা) প্রতীক নিয়ে পেয়েছেন ৬০৮ ভোট।

এছাড়াও একই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে মেম্বার পদে আবুল বাসার (মোরগ মার্কা ) প্রতীক নিয়ে ৪১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাবিবুর রহমান কাবেল (ফুটবল মার্কা) প্রতীক নিয়ে পেয়েছেন ৪১৬ ভোট।
এছাড়াও এ নির্বাচনে শফিউল ইসলাম (তালা মার্কা) প্রতীক নিয়ে পেয়েছেন ৩৫৪ ভােট,হাফিজুল ইসলাম (টিউবওয়েল মার্কা) প্রতীক নিয়ে পেয়েছেন ৭ ভােট।

অন্যদিকে,ষোলটাকা ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে তহিদুল ইসলাম তুহিন (ক্রীকেট ব্যাট মার্কা ) প্রতীক নিয়ে ৭২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু সাইদ (ফুটবল মার্কা) প্রতীক নিয়ে পেয়েছেন ৬৫৬ ভোট। এছাড়াও আশাদুল ইসলাম (টিউবওয়েল মার্কা) প্রতীক নিয়ে পেয়েছেন ৪৯১ ভােট, রকিবুল ইসলাম (তালা মার্কা) প্রতীক নিয়ে পেয়েছেন ১৮৩ ভােট ও মহিবুল ইসলাম (মােরগ মার্কা) প্রতীক নিয়ে পেয়েছেন ১১৫ ভােট।

সাহারবাটী ও ষােলটাকা ইউনিয়নের উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার এবং
গাংনী উপজেলা নির্বাচন অফিসার
কামরুল হাসান আনুষ্ঠানিক ভাবে নির্বাচনের ফলাফল ঘােষণা করেন।
এদিকে,নির্বাচন এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ ও আনসার বাহিনী মােতায়েন করা হয়।

উল্লেখ্য,সাহারাটী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার রফিকুল ইসলাম গত বছরের আগস্টে ও একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার সাবান আলী গত বছরের অক্টোবর মাসে এবং ষোলটাকা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার ইদ্রিস আলী চলতি বছরের জানুয়ারী মাসে মৃত্যুবরণ করলে, আসন তিনটি শূণ্য হয়।

আপনার মতামত লিখুন :