গাংনীর তেরাইল-জোড়পুকুরিয়া কলেজের নামের পরিবর্তন,নতুন নাম বঙ্গবন্ধু কলেজ
মেহেরপুরের গাংনীর তেরাইল-জোড়পুকুরিয়া কলেজের নামের পরিবর্তন করে, বঙ্গবন্ধু কলেজ নামে নামকরণের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার দুপুরে কলেজের উদ্বোধন করেন ৭৪ মেহেরপুর-০২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি খোকন বলেন,কলেজটির প্রতিষ্ঠাকাল থেকে বঙ্গবন্ধুর নামে হলেও ২০০২ সালে নাম পরিবর্তন করা হয়। পরবর্তীতে কলেজ কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে গত ১৬ অক্টোবর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট বঙ্গবন্ধুর নামে তেরাইল-জোড়পুকুরিয়া ডিগ্রি কলেজের নাম ‘বঙ্গবন্ধু’ নাম করণের অনুমোদন দেয়।
সারা দেশের মধ্যে মুজিবনগর নামে একটিই নাম রয়েছে তা হলো মেহেরপুরের মুজিবনগর উপজেলা। মুজিবনগরের ভবেরপাড়া আম্রকাননে একাত্তরের ১৭ এপ্রিল দেশের প্রথম সরকার বা প্রবাসী সরকার শপথ গ্রহণ করে। পাকিস্তানের কারাগারে বন্দি বঙ্গবন্ধু ছিলেন মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি। এ সরকারের নেতৃত্বে নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্ম। মুজিবনগরে পরে মেহেরপুর জেলার মধ্যে ওই কলেজটির নাম বঙ্গবন্ধুর নামানুসারে হওয়ায় এলাকার মানুষের মাঝে বইছে আনন্দের বন্যা।
বঙ্গবন্ধু কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এ এম মাসুমুল হক এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম, বঙ্গবন্ধু কলেজ গর্ভনিং বডির সভাপতি লাইলা আরজুমান বানু শীলা,রাইপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান,হিজলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, রাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুজ্জামান মঙ্গলসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর আওয়ামী লীগের নেতাকর্মী সহ বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও আভিভাবকগণ উপস্থিত ছিলেন।