গাংনীর চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন একাডেমীক ভবন নির্মাণ কাজের উদ্বোধন
মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা ভীত বিশিষ্ট একতলা একাডেমীক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তুর স্থাপন করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তুর স্থাপনের উদ্বোধন করেন- মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।
এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর মাধ্যমিক শিক্ষা বিভাগের অ্যাস্ট্যিান্ড ইঞ্জিনিয়ার সব্রত বাবু,সহকারী শাহীনুজ্জামান, গাংনী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান,রাইপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শামসুজ্জামান মঙ্গল,সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মোখলেছ,চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শহিদুল ইসলাম,প্রধান শিক্ষক আবুল কাশেম,সাবেক প্রধান শিক্ষক জালাল উদ্দীন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা আল ফারুক,রাইপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান,ঠিকাদার ফারুক হোসেন,হিন্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম,শালদহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল ইসলাম,ধানখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান,বিডি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু মিয়া,স্থানীয় আওয়ালীগ নেতা আব্দুল রব,চঁাদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ইব্রাহিম আদিল রুমেল।
এদিকে ভিত্তিপ্রস্তুর উদ্বোধন শেষে বিদ্যালয় চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শহিদুল ইসলাম।
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান,আওয়ামীলীগ নেতা শামসুজ্জামান মঙ্গল,সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মোখলেছ।
চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওমর আলীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আবুল কাশেম, রাইপুর ইউনিয়ন পরিষদের সদস্য হাসান আলী,সমাজ সেবক ডাক্তার শরিফ উদ্দীন ঠান্ডু,আব্বাস আলী,আব্দুর রব,হাসানুজ্জান বাবুল,চঁাদপুর জামে মসজিদের ঈমাম আব্দুস সালাম,প্রবীণ আওয়ামীলীগ নেতা মোরাদ আলী মন্ডল,সুন্নত আলী,দারাজ আলী,সমাজ সেবক সোহেল রানা,আওয়ামীলগ নেতা আবু তালেব ও আলী হোসেন প্রমুখ।
এদিকে ভিত্তিপ্রস্তুর স্থাপনকালে সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের নাম তৎকালীন গাংনী (বর্তমান রাইপুর) ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীগের বর্ষিয়ান নেতা মরহুম গোলাম রহমানের নামকরণের জন্য এলাকাবাসীর কাছে প্রস্তাব করেন। এসময় সর্বসম্মতিক্রমে নতুন ভবনের নাম মরহুম গোলাম রহমান নামকরণের ঘোষণা দেয়া হয়।
উল্লেখ্য,প্রায়ই এক কােটি টাকা ব্যয়ে চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন একাডেমীক ভবন নির্মাণ করা হচ্ছে।