গাংনীর চাঁদপুর আদর্শ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মেহেরপুরের গাংনীর চাঁদপুর আদর্শ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার বিকেলে চাঁদপুর ফুটবল মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন চাঁদপুরের কৃতিসন্তান ও গাংনী পৌর মেয়র আহমেদ আলী। আদর্শ ক্লাবের সভাপতি আব্দুর রবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক, গাংনী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাশেদুল ইসলাম জুয়েল, রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম সাকলাইন সেপু।
টুর্নামেন্টের প্রথম খেলায় আলমডাঙ্গার খোরদ একাদশ বনাম গাংনীর রুয়েরকান্দি একাদশ। খেলার ১ম মিনিটেই রুয়েরকান্দি একাদশ একটি গোল করে। গোলটি করেন ১০ নম্বর জার্সিধারী রাজা। দ্বিতীয় রাউন্ডে উভয় দলের খেলোয়াড়রা প্রাণপণ চেষ্টা করেন কিন্তু কোন পক্ষেই গোল দিতে পারেনি। ম্যান অফ দ্যা ম্যাচ বিবেচিত হন খোরদ একাদশের ৯ নম্বর জার্সিধারী আব্দুল গাফফার।