গাংনীর গাড়াবাড়িয়াতে গ্রাম্য হাটে মানা হচ্ছে না লকডাউন

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  06:02 PM, 25 June 2021

মেহেরপুর গাংনীর গাড়াবাড়ীয়াতে ১৪ দিনের লকডাউন থেকেও মাস্ক বিহীন ও ব্যাবসিকদের ঘনত্ব অবস্থানে বসে ব্যাবসা পরিচালনা যেন থামছেই না।

আজকে গাড়াবাড়ীয়া হাট পরিদর্শন করে দেখা যায় হাটে উপস্থিত সকল বিক্রেতা সহ ক্রেতাদের মুখে কোন মাস্ক নেই। এবং হাটের যায়গা বড় থাকলেও হাটের অর্ধেক জুড়ে অবস্থান নিয়েছে আজকের হাট।

এ বিষয়ে ক্রেতাদের মধ্যে রুবেল হোসেন জানান আমি মাস্ক পরে এসেও নিরাপদ নই কারন এসে দেখি কেউ মাস্ক পরে হাটে আসে নি।তবে আমাদের সকলের উচিৎ নিজেদের সুস্থ থাকার জন্য মাস্ক পরে আসা।

এ বিষয়ে হাট ব্যাবসায়ি আনারুল জানান মাস্ক সাথে এনেছি তবে পরা হয়নি তবে পরে থেকে পরবো।

এ বিষয়ে ক্রেতা সেলিম সাহেব জানান আমি নিজে মাস্ক পরে এসেছি তবে এসে দেখি কেউ পরেনি। এটি দেখার জন্য উর্ধতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষন করছি যেন এই হাটের ব্যাবসিক দুরত্ব বজায় রেখে অবস্থান দেওয়া হয় এবং মাস্ক পরে হাটে আসতে বলা হয়।

এ বিষয়ে পরিচালনাকারী হিজরুল ইসলাম জানান আজকে বলতে বলতেই ব্যাবসিকরা বসে পড়েছে। তবে হাটের খালি যায়গা গুলো পরিষ্কার করেছি আগামী দিন থেকো দুরত্ব বজায় রেখে ব্যাবসিকদের অবস্থান দিব।এবং ক্রেতাদের মাস্ক বাধ্যতা মুলক করে দিব।

আপনার মতামত লিখুন :