গাংনীর কুঠি ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউরের ইন্তেকাল
মেহেরপুরের গাংনী উপজেলার কুঠি ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না—রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী,২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মশিউর কুঠিপাড়া গ্রামের মৃত এলাহী বকসের ছেলে।
বুধবার (২২ জুন) দিবাগত রাত ১২টার দিকে স্ট্রোক জনিত কারণে তিনি মারা যান।
পারিবারিক সূত্র জানায়,মশিউর রহমান নিজ বাসভবনে রাত ১২ টার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করার পর অসুস্থ হয়ে পড়েন। এসময় তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে,কর্তব্যরত ডাক্তার মৃত ঘােষণা করেন।
তিনি স্ট্রোক জনিত কারণে মারা গেছেন বলে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার জানান।
মশিউর রহমানের মৃত্যুতে শিক্ষক সমাজসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ গভীর শােক প্রকাশ করেছেন।