গাংনীর কাথুলী ইউপি মেম্বার আনারুলের ইন্তেকাল

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  01:06 PM, 16 June 2024

মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়ন পরিষদের একাধিকবারের সদস্য (মেম্বার) আনারুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না—রাজিউন)।

রবিবার ভোররাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

আনারুল ইসলাম রামকৃষ্ণপুর ধলা গ্রামের বাসিন্দা। রাজনৈতিক ভাবে তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতা ছিলেন।
পারিবারিক জীবনে তার স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়ে রয়েছে।

আনারুল ইসলামের পারিবারিক সূত্র জানায়,মঙ্গলবার দিবাগত মধ্যেরাতে আনারুল বুকে ব্যথা অনুভব করেন। চিকিৎসা দেয়ার জন্য তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হয়। এসময় তার শারীরিক অবস্থার অবনতি হলে, কর্তব্যরত চিকিৎসক সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হার্ট এর সমস্যায় স্ট্রোকজনিত কারণে মারা গেছেন।

রবিবার (১৬জুন) সকাল ১০ টার সময় রামকৃষ্ণপুর ধলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাযা শেষে ধলা গােরস্থানে দাফন সম্পন্ন হয়।

এদিকে একাধিকবারের নির্বাচিত জনপ্রিয় মেম্বর আনারুল ইসলামের মৃত্যুতে মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য ডাক্তার এএসএম নাজমুল হক সাগর,
কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রানাসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ শােক প্রকাশ করেছেন।

আপনার মতামত লিখুন :