গাংনীর কাথুলী ইউপি চেয়ারম্যানের বিজয় শোভাযাত্রা
মেহেরপুরের গাংনীর কাথুলী ইউপি চেয়ারম্যানের উদ্যোগে আলোচনা সভা ও বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্যে দিয়ে দিনের কর্মসূচী শুরু হয়। পরে বিপুল সংখ্যক নেতাকর্মীদের সাথে নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করে কাথুলী ইউনিয়নের বিভিন্ন গ্রামে বিজয় শোভাযাত্রা করে মেহেরপুর জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কাথুলী ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান রানা।
এসময় তিনি কাথুলী ইউপির বিভিন্ন গ্রাম প্রদক্ষিন কালে সকল শ্রেনী পেশার মানুষকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে দোয়া ও সমর্থন প্রার্থনা করলে করতালি ও হাত তুলে মিজানুর রহমান রানাকে শুভেচ্ছা ও স্বাগত জানান এলাকার মানুষ। পরে তার গাড়ী বহরে থাকা নেতা কর্মীদের নিয়ে উপজেলা আওয়ামীলীগের কর্মসূচীতে যোগদান করেন।