গাংনীর কাথুলী ইউপিতে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব নিলেন হোসাইন মোহাম্মদ
মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন ৬ নং ওয়ার্ডের সদস্য হোসাইন মোহাম্মদ।
মঙ্গলবার সকাল ১০টায় ইউপি সদস্যদের উপস্থিতে তিনি এ দায়িত্বভার গ্রহণ করেন।
কাথুলী ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান রানা ছুটি নেওয়ায় এখন থেকে প্যানেল চেয়ারম্যান হিসাবে সার্বিক দায়িত্ব পালন করবেন বলে জানান হোসাইন মোহাম্মদ।
অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু।
এসময় মেহেরপুর জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মফিজুল হক,কাথুলী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক রবিউল ইসলাম,৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল লতিফ,সাধারণ সম্পাদক বাদল হোসেন, ইউপি সদস্য বাবুল হোসেন,জিনারুল ইসলাম,আশরাফুল হোসেন,কাবের আলী ও বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতা কর্মীসহ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্যানেল চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ দায়িত্ব পালন কালে সকলের সহযোগিতা কামনা করেছেন।