গাংনীর কাথুলী ইউনিয়নে সবজি বীজ বিতরণ
মেহেরপুরের গাংনীর কাথুলী ইউনিয়ন পরিষদে “দি হাঙ্গার প্রজেক্টের” সহযোগিতায় বাড়ির আঙিনায় সবজি চাষের জন্য সবজি বীজ বিতরণ করা হয়।
গতকাল বৃহস্পতিবার ১২ টার সময় ইউনিয়ন পরিষদে এই বীজ বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাথুলী ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান রানা।
এ সময় আরও উপস্থিত ছিলেন ব্লক সুপার ভাইজার আশরাফুল আলম, “দি হাঙ্গার প্রজেক্টের” এরিয়া সমন্বয়কারী হেলাল উদ্দীন ও ইউনিয়ন সমন্বয়কারী বাশারুল ইসলাম।
এ বিষয়ে “দি হাঙ্গার প্রজেক্টের” এরিয়া সমন্বয়কারী হেলাল উদ্দীন জানান, আমরা গাংনী উপজেলায় ৯ টি ইউনিয়নে বাড়ির আঙিনায় সবজি চাষের জন্য মানুষ কে উদ্যোগী করে তুলছি এবং তাদের মাঝে সবজি বীজ বিতরণ করছি। গাংনী উপজেলায় ২৭০০ পরিবারের মাঝে এই বীজ প্রদান করা হয়।
সেই ধারাবাহিকতায় আজকে কাথুলী ইউনিয়নের ৯ টি গ্রামে ৩০ জন করে মোট ২৭০ টি পরিবারের মাঝে সবজি বীজ বিতরণ করছি।
এ বিষয়ে কাথুলী ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান রানা জানান, আমরা সবজি খাই কিন্তু সেটা সার বিষে ভরা যা আমাদের শরীরের জন্য ক্ষতিকর, সেই ক্ষতি থেকে মুক্তি পেতে দি হাঙ্গার প্রজেক্টের এমন মহান উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়।
বর্তমানে মহামারি করোনার আক্রমনে দেশের যে ক্ষয়-ক্ষতি তা পূরণ করার জন্য কৃষি উৎপাদন বাড়াতে হবে। তাই এই বীজ বাড়িতে নিয়ে গিয়ে কেউ যেন রেখে দেবেন না। সবাই লাগালে নিজের পরিবারের চাহিদা মিটিয়ে বিক্রিও করা হবে।
পরিশেষে কাথুলী ইউনিয়নের কৃষি কর্মকর্তাদের পরামর্শ ও দেখাশোনা করার নির্দেশ দেন। যাতে করে সকলে সবজি চাষ করে লাভবান হয়।