গাংনীর কাজীপুর ইউনিয়ন পরিষদের তালা ঝুলিয়ে চেয়ারম্যানের অপসারণের দাবি

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  03:37 PM, 27 August 2024

মেহেরপুরের গাংনী উপজেলার ৩নং কাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম হোসেনের পদত্যাগের দাবিতে অবস্থান করেছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। আজ সকাল সাড়ে ১১ টার দিকে তারা ইউনিয়ন পরিষদের দুটি কক্ষে তালা ঝুলিয়ে দেয়।

জানা গেছে, গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম হোসেন একই সাথে করমদী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি ঠিকমত পরিষদে আসেন না জনগণের সেবা নিশ্চিত করেন না। এছাড়াও তোর রাজনৈতিক কর্মকাণ্ড বিতর্কিত রয়েছে। সব মিলিয়ে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা ইউনিয়নবাসীর সেবা নিশ্চিতকরণের জন্য তার কক্ষে তালা ঝুলিয়ে প্যানেল চেয়ারম্যান এর মাধ্যমে দায়িত্ব হস্তান্তরের জন্য তার পদত্যাগ দাবি করেন।

এ সময় বৈষম্য বিরোধী ছাত্রছাতার পক্ষে বক্তব্য রাখেন তাজমুল ইসলাম। তিনি বলেন, আলম হোসেন চেয়ারম্যান কখনো জামাত ইসলাম কখনো জামায়াতে ইসলামী আবার কখনো আওয়ামী লীগ পরিচয় দিয়ে নানান রকম অপকর্ম করে আসছে। তিনি ঠিকমতো ইউনিয়নবাসীকে সেবা দিচ্ছে না। সেজন্য তার পদত্যাগের মাধ্যমে প্যানেল চেয়ারম্যান এর কাছে দায়িত্ব হস্তান্তরের জন্য তারা ইউনিয়ন পরিষদ কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে।

কাজীপুর ইউনিয়ন পরিষদের সদস্য ফারুক হোসেন জানান, তিনি আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন গাংনিতে বাড়ি বিলাস বহুল গাড়ি সহ নানান সম্পদ গড়ে তুলেছেন অথচ আমরা মেম্বারি করে মোটরসাইকেলের তেল কিনারি টাকা পায় না। দ্রুততার পদত্যাগের মাধ্যমে ইউনিয়নের সঠিকভাবে সবকিছু সুষম বন্টন চাই।

আপনার মতামত লিখুন :