গাংনীর কাজীপুরে শুকুরের কামড়ে নারীসহ ৭জন আহত
(আপডেট) মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর গ্রামে বুনাে শুকুরের কামড়ে নারীসহ ৭জন আহত হয়েছেন। আহতরা হলেন-কাজীপুর গ্রামের বাসিন্দা বিল্লাল হােসেন (৫৬), সিরাজুল ইসলাম (৫০), অঞ্জনা খাতুন (৩৪), মহাসিন আলী (২৪), রিপন আলী (২০), রেহেনা খাতুন (৩২) ও আব্দুর রশীদ (৪৭)।
সোমবার দুপুরে কাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৬ জনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকী আহত ব্যক্তি গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
স্থানীয়রা জানান কাজীপুর গ্রামের মাঠ থেকে একটি শূকুর হঠাৎ গ্রামে প্রবেশ করে। এসময় শুকুরটি মানুষ দেখা মাত্রই ছুটে তাড়া করে। এক পর্যায়ে শুকুরটি একজন নারীসহ ৭জনকে কামড় দেয়। পরে স্থানীয় লােকজন একত্রিত হয়ে প্রতিরোধ গড়ে তুললে, শুকুরটি মাঠের দিকে পালাতে থাকে। শেষমেষ গ্রামবাসি শুকুরটিকে পিটিয়ে মেরে ফেলে।
এলাকার কয়েকজন জানান, গত ২ বছর আগে দেশের অন্য এলাকা থেকে কয়েকজন মানুষ একদল শুকুর চরাতে কাজীপুর গ্রামে এসেছিল । ওই সময় একটি শুকুরের বাঁচ্চা মাঠে থেকে গিয়েছিল। সে থেকে শুকুরটি মাঠে বেড়ে উঠে । অনেক সময় মাঠে লোকজনকে একলা পেলেই সে তেড়ে আসতো। তবে এবার গ্রামের মধ্যে ঢুকে মানুষকে আক্রমণের ঘটনা এই প্রথম।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আব্দুল আল মারুফ জানান, শুকুরটি বন্য। তার কামড়ে নানা প্রকার সমস্যা হতে পারে। যার যথাযথ চিকিৎসা স্থানীয় হাসপাতালগুলোতে নেই। তাই কুষ্টিয়ায় ভর্তি করা হয়েছে।