গাংনীর কাজিপুরে হুইল চেয়ার বিতরণ
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়ন পরিষদের উন্নয়ন তহবিল (২০২১-২২) অর্থবছরে অসহায় ও পঙ্গুদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
আজ (১২-ই মে) বৃহস্পতিবার কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ আলম হুসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি খানম।
এসময় আরো উপস্থিত ছিলেন কাজিপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য ফারুক আহমেদ, ২নং ওয়ার্ডের সদস্য ফুলচাঁদ আলী, ৩নং ওয়ার্ডের সদস্য আজিজুল ইসলাম, ৪নং ওয়ার্ডের সদস্য হেলাল উদ্দিন, ৫ নং ওয়ার্ডের সদস্য আলিউল আজিম শাহিন, ৬ নং ওয়ার্ডের সদস্য মহিবুল ইসলাম, ৭ নং ওয়ার্ডের সদস্য মহন আলী, ৮ নং ওয়ার্ডের সদস্য সাইদুল ইসলাম, ৯ নং ওয়ার্ডের সদস্য রেজাউল ইসলাম। এছাড়াও সংরক্ষিত নারী সদস্য রেখা খাতুন, মনোয়ারা বেগম, নার্গীস আক্তার সহ বিভিন্ন মহলের ব্যাক্তিবর্গ।
ইউনিয়নের ৮ জন অসহায় ও পঙ্গু পরিবারের মাঝে উক্ত হুইল চেয়ার বিতরণ করা হয়।