গাংনীর কাজিপুরে বিএনপির দোয়া মাহফিল

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  09:46 PM, 16 August 2024

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৭৯ তম জন্মদিন উপলক্ষ্যে ও ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুরে মিলাদ ও দোয়া মাহফিল করে বিএনপি।
ভবানিপুর গ্রাম বিএনপির উদ্যোগে শুক্রবার বিকেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভবানীপুর গ্রাম বিএনপির সভাপতি জারজিস হোসেন। প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কাজিপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মতিউর রহমান মোল্লা ও গাংনী পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ সলিরি আলভী।

এসময় বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকোসহ বিএনপির প্রয়াত নেতা কর্মীদের আত্মার এবং ছাত্র জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।

এ সময় মেহেরপুর জেলা সেচ্ছাসেবক দলের সহ সভাপতি আব্দুল্লাহ আল হাসান শাওন,মেহেরপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হক,জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি শান্ত আহমেদ বিশ্বাস,যুগ্ন সাধারন সম্পাদক ইকবাল হোসেন,গাংনী পৌর যুবদলের সহসভাপতি মনিরুজ্জামান মনি, গাংনী শিশিরপাড়া ওয়ার্ড বিএনপির সভাপতি সুরেলী আলভী,গাংনী উপজেলা ছাত্রদল নেতা জিকে শামিম, কাজিপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান বকুলসহ কাজিপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

,

আপনার মতামত লিখুন :