গাংনীর কাজিপুরে আইন শৃঙ্খলা রক্ষায় বিএনপি’র মতবিনিময়

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  10:26 PM, 10 August 2024

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর বিএনপির উদ্যোগে আয়ন শৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কাজিপুর বিএনপি’র সহ-সভাপতি শাহ আলম (সাহাব) সভাপতিত্বে বক্তব্য রাখেন কাজিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মোল্লা।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, দলের কোন নেতাকর্মী কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করলে দল তার দায় নেবে না। মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খৃষ্টান সকল ধর্মের মানুষ সহাবস্থানে থাকবে। কারো প্রতি কোন গোষ্ঠী বা কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড করলে তা কঠোর হাতে দমন করা হবে। আইন শৃংখলা রক্ষা, খুন জখম, লুটপাট, ভাংচুর, অগ্নিকান্ড ঘটতে দেওয়া যাবেনা। কোন অন্যায়কারী যতবড় নেতা হোক না কেন ছাড় দেয়া হবে না। দেশের মানুষের স্বার্থে, দলের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এসময়, মেহেরপুর জেলা বিএনপির দপ্তর বিষয়ক সম্পাদক শাহিন আলী, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মাসুদ রানা,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইকবাল, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া,
গাংনী উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক গোলাম সরোয়ার ছাত্রনেতা আব্দুল্লাহ আল মারুফ সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :