গাংনীর কসবা গ্রামে এতিম ভাই-বোনদের মাঝে শীতবস্ত্র বিতরণ
মেহেরপুর জেলার গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের কসবা গ্রামে এতিম ৪ ভান-বোনের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে বে-সরকারী সামাজিক স্বেচ্ছাসেবি সংগঠন কাম-ফর-হিউম্যানিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়।
কাম-ফর হিউম্যানিটির প্রধান সমন্বয়ক ও প্রতিষ্ঠাতা মামুনুর-রশীদ বিজন উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম সদস্য যথাক্রমে সৌরভ হোসেন ও রৌফন আহমেদ প্রমুখ।
উল্লেখ্য,গত চার বছর আগে কসবা গ্রামের চার ভাই-বোনের মা স্টোকে মারা যান। এরপর থেকে তাদের বাবা দ্বিতীয় বিয়ে করে অন্য এলাকায় বসবাস করছেন। এতিম চার ভাই-বোন বর্তমান দাদা-দাদীর কাছে বসবাস করছে। এবং চা বিক্রি করে জীবন-যাপন ও লেখা-পড়া করে আসছে।