গাংনীর কসবা গ্রামে ইমাম ওলামাদের উদ্যোগে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
গোটা মুসলিম জাহানের মুক্তির দিশারী প্রিয় নবী করিম হযরত মোহাম্মাদ (সাঃ) এর ব্যঙ্গ চিত্র প্রকাশ করে ফান্স কর্তৃক অবমাননার প্রতিবাদে ইমাম ওলামাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে মেহেরপুর গাংনী উপজেলার কসবা গ্রামবাসীর আয়োজনে স্থানীয় কসবা পুরাতন বাজার পাড়ায় আজ ৩০ অক্টোবর শুক্রবার বাদ জুম্মা শত শত ধর্মপ্রান মুসল্লিদের অংশ গ্রহনে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কসবা নূরানী কওমি মাদ্রাসার মোহ তামিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি মাওলানা রাকিবুল ইসলাম,সভাপতি ছিলেন কসবা নুরানি কওমি মাদ্রাসা দ,বিশেষ অতিথি ছিলেন হাফেজ মাওলানা নাজমুল মাওলানা হাফেজ সাইফুল মাওলানা নাজমুল হুদা মাওলানা ইনতাজ আহমেদ প্রমূখ।
বক্তারা তৌহিদী জনতার পক্ষে হযরত মোহাম্মাদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রকাশকারি ফান্স সরকারের সাথে সকল কুটনৈতিক সম্পর্ক বাতিল ও তাদের উৎপাদিত পন্য বর্জন করার দাবী জানান। এছাড়াও ইমাম ওলামা পরিষদের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর দশ দফা দাবী বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রীর প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেন।