গাংনীর কলা ব্যবসায়ী সড়ক দুর্ঘটনায় কুমিল্লায় নিহত
মেহেরপুর গাংনী উপজেলার মুকুল হোসেন(৫৫) নামের এক কলা ব্যবসায়ী কলা বিক্রি করতে গিয়ে কুমিল্লাতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।
আজ শুক্রবার সকাল ৯টার দিকে কুমিল্লার চান্দুরা নামক স্থানে কলা বোঝাই ট্রাক উল্টে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কলা ব্যবসায়ী মুকুল উপজেলার ধানখোলা ইউনিয়নের কসবা গ্রামের পশ্চিম পাড়ার মৃত সিদ্দিকুর রহমানের বড় ছেলে ও নিহত কলা ব্যবসায়ী মুকুল হোসেন তিন সন্তানের জনক।
পরিবার সূত্রে জানা যায়,মুকুল একটি ট্রাক ভাড়া করে নিয়ে এলাকা থেকে কলা ক্রয় করে বিক্রয়ের উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন ট্রাফিক কুমিল্লা চান্দুরা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় ট্রাকের ড্রাইভার ও হেলপার লাফ দিয়ে নিজের প্রাণ রক্ষা করলেও ঘটনাস্থলে মুকুল নিহত হন।
কুমিল্লা ইলিগঞ্জ হাইওয়ের থানার ইন্সপেক্টর সালেহ আহমেদ গাংনীর চোখ’কে জানান, সড়ক দুর্ঘটনার ঘটনা শুনে আমরা সেখানে গিয়ে মুকুল হোসেনকে উদ্ধার করি,নিহত মুকুল হোসেনের লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হব।