গাংনীর এলাঙ্গীতে ধর্ষণ ও নির্যাতন বিরোধী সমাবেশ
মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের এলাঙ্গীতে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ১টার দিকে এলাঙ্গী সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে সমাবেশের আয়োজন করে রাইপুর ইউনিয়ন বিট পুলিশিং কমিটি।
সমাবেশে সভাপতিত্ব করেন গাংনী থানার ওসি ওবাইদুর রহমান।
সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর পুলিশ সুপার এসএম মুরাদ আলি।
গাংনী থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলামের সঞ্চালনায়- সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেতা গোলাম সাকলায়েন ছেপু।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাইপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মোখলেছ,রাইপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল জাব্বার,বিট পুলিশিং কমিটির অন্যতম সদস্য আবু সাঈদ মাস্টার,সাবেক ছাত্রলীগ নেতা হাসন রাজা সেন্টু,কুষ্টিয়া সরকারী কলেজের শিক্ষার্থী আসলাম মিয়া ।
এসময় উপস্থিত ছিলেন এলাঙ্গী পুলিশ ক্যাম্পের ইনচার্জ হেকমত আলীমহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।